AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলকাতা-লখনৌ ম্যাচের সূচি পরিবর্তন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৫ এএম, ৩০ মার্চ, ২০২৫
কলকাতা-লখনৌ ম্যাচের সূচি পরিবর্তন

উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে এবারের আইপিএল মিশন শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজস্থানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তৃতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হওয়ার কথা ছিলো কলকাতার।

কিন্তু ওই দিন রাম নবমী উৎসব ঘিরে ব্যস্ত থাকবে কলকাতার প্রশাসন। সে কারণে তাদের অনুরোধেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে দুই দিন। নতুন সূচিতে কলকাতা-লখনৌর ম্যাচ হবে ৮ এপ্রিল বিকেল চারটায়। 

রাম নবমী উপলক্ষে নিরাপত্তাকর্মীর ঘাটতি দেখা দিতে পারে। সে কারণে কলকাতা পুলিশ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে অনুরোধ করে সূচি বদলের।

তাদের অনুরোধেই আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন সূচি। এতে করে ৬ এপ্রিল (রোববার) হবে একটাই ম্যাচ। সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। 

এর বদলে ৮ এপ্রিল ম্যাচ হবে দুটি। বিকেল চারটায় ইডেনে কলকাতা-লখনৌ। ও রাত ৮টায় লুধিয়ানায় লড়বে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।


একুশে সংবাদ/ এস কে

Link copied!