জাতীয় দলের হয়ে গত বছর অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন পেসার নাহিদ রানা। গতিময় বোলিংয়ে আলো ছড়ানো এই তরুণ এবার জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
২০২৫ সালের ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরে নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। দলে তার সঙ্গী থাকছেন বাবর আজম ও সাইম আইয়ুবের মতো তারকারা। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষেই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
অন্যদিকে, লিটন দাস ও রিশাদ হোসেন-ও পেয়েছেন পিএসএলে খেলার ছাড়পত্র।
লিটন দাস পাকিস্তানে যাবেন ৮ এপ্রিল এবং খেলবেন করাচি কিংসের হয়ে।
রিশাদ হোসেন আগামীকাল (৬ এপ্রিল) ডিপিএলের ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন, এরপর তিনি লাহোর কালান্দার্স দলে যোগ দেবেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া পিএসএল ড্রাফটে ছিলেন ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে দল পেয়েছেন মাত্র তিনজন।
গোল্ডেন ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা, যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা।
সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংসে ডাক পান লিটন দাস এবং লাহোর কালান্দার্সে জায়গা করে নেন লেগস্পিনার রিশাদ হোসেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :