AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন মাইলফলকে হামজা, ফেসবুকে অনুসারী ছাড়াল ১০ লাখ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৩ পিএম, ৫ এপ্রিল, ২০২৫
নতুন মাইলফলকে হামজা, ফেসবুকে অনুসারী ছাড়াল ১০ লাখ

বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি কতটা আবেগী, তার প্রমাণ মেলে প্রতি বিশ্বকাপেই। যদিও বাংলাদেশ এখনো বিশ্বকাপে খেলেনি, তবু আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ ঘিরে দেশে তৈরি হয় উৎসবের আমেজ। তবে এবার দেশের ফুটবলেই এসেছে উদযাপনের সুযোগ—আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে হামজা চৌধুরী।

সম্প্রতি ভারতের মাটিতে স্বাগতিকদের রুখে দিয়ে এশিয়ান কাপের সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজার। গত ২৫ মার্চ লাল-সবুজ জার্সিতে প্রথমবার মাঠে নেমেই জয় করেছেন ভক্তদের হৃদয়।

এই স্বল্প সময়ে হামজা হয়ে উঠেছেন ভক্তদের ভালোবাসার পাত্র। তারই প্রমাণ, ফেসবুকে মাত্র এক মাসের ব্যবধানে তার অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামজা ফেসবুকে লিখেছেন—
"ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার! আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।"

গত বছর ৮ অক্টোবর নিজের নামে ফেসবুক পেজ খুললেও, সেখানে খুব একটা সক্রিয় ছিলেন না হামজা। তবে বাংলাদেশে আসার পর ছেলেবেলার কিছু ছবি নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে—এখন পর্যন্ত ৫৩ লাখের বেশি বার দেখা হয়েছে সেটি।

হামজার দেশপ্রেম, আবেগ ও মাঠে পারফরম্যান্সে মুগ্ধ ভক্তরা। তার ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়া এটাই প্রমাণ করে—বাংলাদেশ ফুটবলের নতুন প্রিয় মুখ এখন হামজা চৌধুরী।
 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!