বয়স যেন শুধুই একটি সংখ্যা—এই কথার প্রমাণ আবারও দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তার জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে ৩-২ গোলে হারিয়েছে আল-নাসর। এই জয়ে লিগ শিরোপার লড়াইয়ে টিকে থাকল রোনালদোর দল।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এই ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ঠাসা। দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে গোল হজম থেকে রক্ষা পায় আল-নাসর। এরপর একাধিক সুযোগ পেলেও প্রথমার্ধে গোলের দেখা মিলছিল না। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে আসা বল দারুণ এক বাঁকানো শটে জালে জড়ান আলি আলহাসান—আল-নাসরকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ফিরেই আক্রমণের ধার বাড়ায় আল-নাসর। ৫১তম মিনিটে ডি-বক্সের মুখে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন রোনালদো। তাকে বল সরবরাহ করেন সাদিও মানে। এতে ব্যবধান দাঁড়ায় ২-০।
তবে ৬২তম মিনিটে ম্যাচে ফিরে আসে আল-হিলাল। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়ান আলি আলবুলায়হি। ব্যবধান কমিয়ে আনে ২-১।
শেষদিকে আরও উত্তেজনা ছড়ায় ম্যাচে। ৮৮তম মিনিটে পেনাল্টি পায় আল-নাসর, এবং যথারীতি সফলভাবে সেটি রূপান্তর করেন রোনালদো। তার গোলেই নিশ্চিত হয় আল-নাসরের ৩-২ গোলের জয়।
এই ম্যাচে রোনালদোর লিগ গোলসংখ্যা দাঁড়াল ২১, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ৩০ গোল ও ৪ অ্যাসিস্ট তার নামের পাশে। একই সঙ্গে ৯৩১তম গোল করে হাজার গোলের মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
পয়েন্ট টেবিলে অবস্থা:
আল-নাসর: ২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র, ৫৪ পয়েন্ট
আল-হিলাল: সমান ম্যাচে ৫৭ পয়েন্ট
আল-ইত্তিহাদ: ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট (শীর্ষে)
যদিও শিরোপার দৌড়ে এগিয়ে আছে আল-ইত্তিহাদ, তবে তাদের ভুলে সুযোগ পেলে সেটি কাজে লাগাতে প্রস্তুত রোনালদো ও তার দল।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :