AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৯ পিএম, ৫ এপ্রিল, ২০২৫
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে কোনো সুযোগ দিল না নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। শেষ ম্যাচে তারা জয় পেয়েছে ৪৩ রানের ব্যবধানে।

বৃষ্টির কারণে ম্যাচটি ৪২ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাটিংয়ে নেমে রাইস মারিউ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৬৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ব্যাটে-বলে নেতৃত্বে ব্রেসওয়েল
৪০ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। ছিল ১ চার ও ৬টি ছক্কার মার। তার আগে ওপেনার রাইস মারিউ ৬১ বলে ৫৮ রান করেন। ড্যারিল মিচেল (৪৩), হেনরি নিকোলস (৩১) ও টিম সেইফার্ট (২৬) কার্যকর ভূমিকা রাখেন।

পাকিস্তানের পক্ষে আকিফ জাভেদ ৮ ওভারে ৬২ রানে শিকার করেন ৪ উইকেট। নাসিম শাহ পান ২ উইকেট।

বাবরের ফিফটি, সিয়ার্সের আগুন বোলিং
জবাবে পাকিস্তান শুরুর ধাক্কা কাটিয়ে উঠলেও বড় ইনিংস গড়তে পারেনি। ইমাম-উল-হক থ্রো-র আঘাতে মাঠ ছাড়েন মাত্র ১ রানে। এরপর বাবর আজম ৫৮ বলে ৫০ রানের ইনিংসে কিছুটা আশা জাগান। মোহাম্মদ রিজওয়ান করেন ৩৭ রান।

তবে নিউজিল্যান্ড পেসার বেন সিয়ার্স দারুণ বোলিংয়ে ম্যাচটা এক তরফা করে দেন। ৮ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে নেন ৫ উইকেট।

ম্যাচের সারসংক্ষেপ:
নিউজিল্যান্ড: ২৬৪/৮ (৪২ ওভার)
ব্রেসওয়েল ৫৯, মারিউ ৫৮; আকিফ ৪/৬২, নাসিম ২/৫৪

পাকিস্তান: ২২১ অলআউট (৪০ ওভার)
বাবর ৫০, রিজওয়ান ৩৭; সিয়ার্স ৫/৩৪, ডাফি ২/৪০

ফল: নিউজিল্যান্ড জয়ী ৪৩ রানে
সিরিজ: নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা: মাইকেল ব্রেসওয়েল
সিরিজ সেরা: বেন সিয়ার্স (১০ উইকেট)

 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!