চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ১৭তম ম্যাচে স্বাগতিক চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো দিল্লি ক্যাপিটালস। লোকেশ রাহুলের ঝলক ও বল হাতে সুশৃঙ্খল বোলিংয়ে দুর্দান্ত জয় তুলে নেয় অক্ষর প্যাটেলের দল।
রাহুলের ব্যাটে ভর করে বড় স্কোর দিল্লির
টস জিতে ব্যাটিংয়ে নামা দিল্লির হয়ে ইনিংসের মূল ভরসা হয়ে দাঁড়ান কেএল রাহুল। মাত্র ৫১ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংসে দলকে এনে দেন মজবুত ভিত। অভিষেক পোড়েল যোগ করেন কার্যকর ৩৩ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি।
চেন্নাইয়ের ব্যাটিং বিপর্যয়, শঙ্করের লড়াই বৃথা
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল চেন্নাইয়ের টপ অর্ডার। একে একে বিদায় নেন রাচিন রাবিন্দ্রা (৩), ডেভন কনওয়ে (১৩) ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (৫)। মিডল অর্ডারে একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন বিজয় শঙ্কর। ৫৪ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।
শেষ দিকে ধোনি চেষ্টা করলেও (২৬ বলে অপরাজিত ৩০) বড় সংগ্রহের পথে আর এগোতে পারেনি দলটি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানেই থেমে যায় চেন্নাই।
পয়েন্ট টেবিল অবস্থা (৫ এপ্রিল শেষে)
১.দিল্লি ক্যাপিটালস
২.পাঞ্জাব কিংস
ম্যাচসেরা: কেএল রাহুল – ৫১ বলে ৭৭ রান
দারুণ ছন্দে থাকা দিল্লি ক্যাপিটালস কি এবার প্রথমবারের মতো ট্রফির দিকে এগিয়ে যাচ্ছে?
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :