AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসএলে নিজের লক্ষ্যের কথা জানালেন রিশাদ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:১০ পিএম, ৫ এপ্রিল, ২০২৫
পিএসএলে নিজের লক্ষ্যের কথা জানালেন রিশাদ

আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর দশম আসরের। এবারের আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এরইমধ্যে বিসিবির ছাড়পত্র হাতে পেয়েছেন তারা।

লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। টুর্নামেন্টে নিজের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে শনিবার (৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

"আলহামদুলিল্লাহ, ছাড়পত্র পেয়েছি এবং যাচ্ছি পাকিস্তানে। চেষ্টা করব ভালো খেলার। ইনশাআল্লাহ, চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চাই," – বলেন আত্মবিশ্বাসী রিশাদ।

কেমন হচ্ছে প্রস্তুতি?
রিশাদ জানান, এখনই দলে নির্দিষ্ট কোনো পরিকল্পনা হয়নি। তবে মাঠে নেমে পরিস্থিতি বুঝে ভূমিকা রাখতেই প্রস্তুত তিনি।

"আপাতত দলের সঙ্গে সেভাবে কোনো পরিকল্পনা হয়নি। সবার সঙ্গে শুধু হাই-হ্যালো হচ্ছে। কন্ডিশন নিয়ে খুব বেশি ভাবছি না। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই,"– বলেন লাহোরের এই স্পিনার।

আরও দুই টাইগার কোথায় খেলবেন?

  • নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে

  • লিটন দাস নামবেন করাচি কিংসের হয়ে

  • তিনজনই পেয়েছেন বিসিবির ছাড়পত্র এবং কয়েক দিনের মধ্যেই উড়াল দেবেন পাকিস্তানে

জিম্বাবুয়ে সিরিজ মিস করবেন তারা
পিএসএলে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ মিস করবেন রিশাদ, লিটন ও নাহিদ। তবে সামনে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই তিন ক্রিকেটার।

 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!