AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিনিসিয়ুসের পেনাল্টি মিসের রাতে রিয়ালের হার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৪ পিএম, ৬ এপ্রিল, ২০২৫
ভিনিসিয়ুসের পেনাল্টি মিসের রাতে রিয়ালের হার

গত ১৭ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ৩০তম রাউন্ডের খেলায় ২-১ ব্যবধানে হারের মুখে পড়ে রিয়াল। গত দেড় যুগে এই দুই দলের মধ্যে যেসব লড়াই হয়েছে, তা বেশ একপাক্ষিক ছিল। তবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে রিয়াল মাদ্রিদ হার মানল।

পুরো ম্যাচের হাইলাইটে ছিল ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস। কিন্তু ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জর্জি মামারদিশভিলি ছিলেন এই ম্যাচের আসল নায়ক। তিনি একাই আটটি শট ফিরিয়ে দিয়ে ভ্যালেন্সিয়ার জয় নিশ্চিত করেছেন, যার মধ্যে একটি ছিল পেনাল্টি।

ভিনিসিয়ুস এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে ২০০তম লা লিগা ম্যাচ খেলেছিলেন। প্রথম দশ মিনিটেই পেনাল্টি পেয়েছিল রিয়াল, তবে ভিনিসিয়ুসের দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন মামারদিশভিলি। এর পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার দিয়াখাবি একটি দুর্দান্ত হেডে গোল করেন। রিয়ালের গোলরক্ষক ফ্রান গন্সালেস এই গোল প্রতিরোধ করতে ব্যর্থ হন।

পরে, দিয়াখাবি আত্মঘাতী গোল করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য সহায় ছিল তার। এমবাপে অফসাইডে ছিলেন, তাই স্কোরলাইন বদলায়নি। প্রথমার্ধে ১-০ পিছিয়ে থাকার পর, রিয়াল মাদ্রিদ ৫০ মিনিটে সমতায় ফিরে। লুকা মদরিচের কর্নার থেকে জুড বেলিংহামের পাসে গোল করেন ভিনিসিয়ুস।

৬৫ মিনিটে আবার ভ্যালেন্সিয়া এগিয়ে যেতে পারত, তবে গন্সালেস ভুল করে ফেলেছিলেন। তারপরও রিয়ালের আক্রমণের সুযোগগুলো বেশিরভাগ সময় মামারদিশভিলি নসাৎ করেছেন। তার দারুণ সব সেভ নিয়ে প্রমাণিত হয়েছে, কেন লিভারপুল তাকে অ্যালিসনের উত্তরসূরি হিসেবে চেয়েছে।

শেষমেষ, যোগ করা সময়ের ৫ম মিনিটে রাফা মিরের ক্রসে হেড করে বদলি খেলোয়াড় উগো দুরো ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেন, আর রিয়ালের জন্য হতাশার বিষয় হয়ে দাঁড়ায়।

এই হারের ফলে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সুবিধা হয়ে যায়। রিয়ালের পয়েন্ট ছিল ৬৩, এবং বেটিসকে হারালে বার্সেলোনা ৬ পয়েন্টের লিড পেতো। তবে, বেটিস-বার্সা ম্যাচ ড্র হওয়ার ফলে আপাতত ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার দ্বিতীয় স্থানে আছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!