দীর্ঘ অপেক্ষার অবসান। চোট কাটিয়ে অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। আইপিএলে ফেরার জন্য আগেই সবুজ সংকেত মিলেছিল, এবার দলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সেটা নিশ্চিত করলেন এই ডানহাতি গতিময় বোলার।
ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিকেল টিম থেকে ইতিবাচক রিপোর্ট পাওয়ার পর বিসিসিআই বুমরাহকে খেলার অনুমতি দেয়। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলে মাঠে নামতে আর কোনো বাধা রইল না।
মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বুমরাহর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও তিনি দলভুক্ত হলেও আগামী সোমবার (৮ এপ্রিল) বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে খেলার সম্ভাবনা নেই। বিসিসিআই চাইছে না, চোট সারিয়ে ফেরা এই পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হোক। মুম্বাই ম্যানেজমেন্টকে তার ওপর আলাদা নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
তবে বুমরাহ যোগ দেওয়ায় মুম্বাইয়ের বোলিং বিভাগে বাড়ছে স্বস্তি। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে। চলতি আসরে টিকে থাকতে হলে এখন থেকে প্রতি ম্যাচেই জয় চাই মুম্বাইয়ের।
কবে ফিরছেন মাঠে?
সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন বুমরাহ। তার আগে অন্তত দু`টি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে দলটির। এই প্রস্তুতি ম্যাচগুলোতে খেলে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন তিনি।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যান তিনি।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :