ঢাকা প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়েছেন পারভেজ হোসেন ইমন। রোববার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে তিনি ঘরোয়া ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের মালিক হয়েছেন।
এটি শুধু প্রিমিয়ার লিগ নয়, বরং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যেকোনো ফরম্যাটে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে ২০১৯ সালে ফরহাদ রেজা ১৬ বলে অর্ধশতক করে এই রেকর্ড গড়েছিলেন।
বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটি নেমে আসে ৩১ ওভারে। প্রথমে ব্যাট করে শাইনপুকুর ২৫.৪ ওভারে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায়।
আবাহনীর বোলারদের মধ্যে:
মোসাদ্দেক হাসান সৈকত – ৪ উইকেট (৩৬ রান)
রবিন মন্ডল – ২ উইকেট (১২ রান)
রাকিবুল ইসলাম – ২ উইকেট (৯ রান)
আবাহনীর দাপুটে জয়
জবাবে ব্যাট করতে নেমে আবাহনী মাত্র ৬.৪ ওভারে জয় তুলে নেয় ১০ উইকেট হাতে রেখেই।
পারভেজ ইমন অপরাজিত ছিলেন ২৩ বলে ৬১ রান করে, ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা।
অপর ওপেনার জিসান আলম ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন।
এই জয়ের ফলে আবাহনী ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :