আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতি আরও সুসংগঠিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জেমস প্যামেন্টকে। সোমবার (৭ এপ্রিল) এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বিবৃতিতে জানানো হয়, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ এই সাবেক ক্রিকেটার আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই টাইগার শিবিরে যোগ দেবেন। ৫৬ বছর বয়সী প্যামেন্ট জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে, তবে খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন নিউজিল্যান্ডের অকল্যান্ড দলের হয়ে।
গত ওয়ানডে বিশ্বকাপের পর শেন ম্যাকডারমট দায়িত্ব ছেড়ে দিলে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের পদটি দীর্ঘদিন শূন্য ছিল। প্রথম দিকে সহকারী কোচ নিক পোথাস অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করলেও, তার বিদায়ের পর সেই দায়িত্বও ফাঁকা ছিল। দীর্ঘ এক বছরের বেশি সময় পর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন বিশেষজ্ঞ কোচকে নিয়োগ দিল বিসিবি।
জেমস প্যামেন্টের রয়েছে সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা। তিনি আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে সাত বছর ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউজিল্যান্ডের জাতীয় দল, ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়নের পর, প্যামেন্টের অন্তর্ভুক্তি দলীয় প্রস্তুতিকে আরও জোরদার করবে বলে আশাবাদী ক্রিকেট বিশ্লেষকরা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :