AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৪০ এএম, ৮ এপ্রিল, ২০২৫
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

হৃদরোগজনিত জটিলতা কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর গতকাল উন্নত চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল।

গত ২৮ মার্চ (শুক্রবার) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি বাসায় ফিরেছিলেন। তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, ঝুঁকিমুক্ত হলেও পূর্ণ সুস্থতার জন্য তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

হাসপাতাল ত্যাগের দিন বিসিবির এক চিকিৎসক বলেন, “তামিম এখন সবদিক থেকেই স্থিতিশীল আছেন। তাই চিকিৎসকদের পরামর্শেই তিনি বাসায় ফিরে যান। তবে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার।”

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তামিম উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেন। যদিও নির্দিষ্ট দিন তখন নিশ্চিত ছিল না। অবশেষে সোমবার (৭ এপ্রিল) রাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

তবে তিনি সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তামিম প্রায় ১০ দিন নিজ বাসায় বিশ্রামে ছিলেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগের তুলনায় তিনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ ছিলেন।

তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় ভক্তদের পাশাপাশি ক্রিকেট অঙ্গনের সবাই শুভকামনা জানাচ্ছেন।
 

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!