বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ বর্তমানে গোড়ালির গুরুতর ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫ সদস্যের স্কোয়াডে তাকে রাখা হয়নি। তার ইনজুরি থেকে মুক্তি পেতে বিসিবি তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা ভাবছে।
বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিনের ট্রিটমেন্ট চলছে এবং তাকে আপাতত খেলা থেকে বিরত রাখা হয়েছে। তবে যদি বিদেশি ডাক্তাররা মনে করেন, তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, তবে তাকে সেখানে পাঠানো হতে পারে।
তাসকিনের বাঁ পায়ের গোড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ায়, বেশ কিছু দিন ধরে তিনি ব্যথা নিয়ে খেলছেন। বর্তমানে তার ইনজুরির অবস্থা আরও খারাপ হওয়ার কারণে বিসিবির মেডিকেল বিভাগ বিকল্প সমাধান ভাবছে।
ড. দেবাশীষ আরও জানিয়েছেন, তাসকিনের গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয়। তবে তিনি ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যা নিয়ে খেলতে পারবেন। তার শোল্ডারের পুরনো সমস্যার উদাহরণ দিয়ে তিনি জানান, সেখানেও অপারেশন না করে বিভিন্ন পদ্ধতিতে তাকে মাঠে নামানো হয়েছে এবং সেইভাবে তাকে চলতে হবে।
তাসকিন জাতীয় দলের তিন ফরম্যাটেই অপরিহার্য সদস্য, তবে তার ব্যথা ম্যানেজ করার জন্য টিম ম্যানেজমেন্ট তাকে নিয়মিত বিশ্রাম দিয়ে খেলাচ্ছে। এখন দেখার বিষয়, বিসিবি তাকে বিদেশে পাঠাবে কি না এবং এই ইনজুরি তার ভবিষ্যতের পারফরম্যান্সে কী ধরনের প্রভাব ফেলতে পারে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :