প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার আগে রীতিমতো রোমাঞ্চিত ছিলেন তিনি। তবে দুর্ভাগ্যজনকভাবে, আঙুলে ইনজুরির কারণে পিএসএল অভিষেকের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।
অনুশীলনের সময় আঙুলে আঘাত পান লিটন। পরে স্ক্যান রিপোর্টে ধরা পড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরি বিষয়টি নিশ্চিত করে বলেন,
“লিটনের থাম্বে আঘাত লেগেছে, সে দেশে ফিরে আসছে। বিস্তারিত পরে বলা যাবে।”
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিটন লিখেছেন—“আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য সত্যিই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তার ছিল ভিন্ন পরিকল্পনা। অনুশীলন সেশনে আঙুলে চোট পেয়ে স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। এটি সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগবে।”
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে লিটন ছিলেন না, কারণ তিনি পিএসএলে অংশ নিচ্ছিলেন। এখন ইনজুরি কাটিয়ে তাঁর মাঠে ফেরার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :