পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেওয়ায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬ সালের ১১তম আসর পর্যন্ত তিনি পিএসএলে অংশ নিতে পারবেন না।
পিএসএলের ড্রাফটে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে পেশোয়ার জালমি দলে নেন বশকে। তবে পরে লিজাড উইলিয়ামস ইনজুরিতে পড়লে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পান তিনি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন। এ সিদ্ধান্তের জেরে পিসিবি প্রথমে তাকে আইনি নোটিশ পাঠায় এবং পরে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানায়।
পিসিবির এক বিবৃতিতে জানানো হয়,“কর্বিন বশকে ২০২৬ সালের পিএসএল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।”
এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্বিন বশ বলেন,“আমি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমি এবং পুরো ক্রিকেট সম্প্রদায়ের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি এবং আর্থিক জরিমানা ও নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি।”
তিনি আরও বলেন,“এই অভিজ্ঞতা আমার জন্য শিক্ষা। ভবিষ্যতে নতুন উদ্যমে পিএসএলে ফিরে আসার আশা রাখি।”
৩০ বছর বয়সী কর্বিন বশ দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি লিগগুলোতে তার রয়েছে ৮৬ ম্যাচে ৫৯ উইকেট ও ৬৬৩ রান। এর আগে তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :