AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দেওয়ার সুযোগ!

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে গা‍‍`জার জন্য টিকিটের ৫০% দান করার প্রস্তাব সামির


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:১৫ পিএম, ১৩ এপ্রিল, ২০২৫
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে গা‍‍`জার জন্য টিকিটের ৫০% দান করার প্রস্তাব সামির

বাংলাদেশ জনপ্রিয়  ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আবিদ হোসাইন সামি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ম্যাচকে ঘিরে এক ব্যতিক্রমধর্মী মানবিক প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি চান, এই সিরিজের টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ গা‍‍`জায় যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য সহায়তা হিসেবে দান করুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামির মতে, টেস্ট ম্যাচে দর্শক কম থাকাটা স্বাভাবিক হলেও, যদি টিকিটের অর্থ সরাসরি মানবিক সহায়তায় ব্যবহৃত হয়, তবে সেটা অনেককে স্টেডিয়ামে টানবে। এতে গ্যালারি হবে পূর্ণ, আর গ্যালারি থেকেই উঠবে "আল্লাহু আকবার" ধ্বনি—যা হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী বার্তা।

তিনি প্রস্তাব করেন,১০০ টাকার টিকিটে ৫০ টাকা,৫০০ টাকার টিকিটে ২৫০ টাকা,১০০০ টাকার টিকিটে ৫০০ টাকা
যাতে গা‍‍`জাবাসীর জন্য দান হিসেবে নির্ধারিত হয়।

সামি আরও বলেন, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সহানুভূতি প্রকাশ করেন, কিন্তু সাহায্য পাঠানোর উপযুক্ত মাধ্যম খুঁজে পান না। যদি বিসিবি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে, তবে সেটা হবে এক ঐতিহাসিক মানবিক দৃষ্টান্ত।

তিনি সম্প্রচার স্বত্ব নিয়েও কথা বলেন—যদি সম্প্রচার স্বত্ব থেকে ২০%-৫০% আয় গা‍‍`জার জন্য বরাদ্দ করা হয়, তবে তা হবে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে এক মানবিক বার্তা। তার মতে, এই পদক্ষেপ শুধু বাংলাদেশের ভাবমূর্তিই বাড়াবে না, সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড মূল্যও বৃদ্ধি করবে।

উল্লেখ্য, আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, মাঠে সরাসরি রাজনৈতিক বা ধর্মীয় বার্তা নিষিদ্ধ থাকলেও, চ্যারিটি বা ফান্ড রেইজিং কার্যক্রম অনুমোদিত। ফলে বিসিবি চাইলে এই প্রস্তাব বাস্তবায়নে কোনো আইনি জটিলতায় পড়বে না।

সামির এই প্রস্তাব ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ ক্রিকেটকে খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে মানবতার এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!