পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকের পরপরই নিজেকে প্রমাণ করলেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে বল হাতে ঝলক দেখিয়ে ৩ উইকেট তুলে নেন এই তরুণ। তার সাফল্যে ভর করে ৭৯ রানে বড় জয় পায় পেশোয়ার, এটি তাদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়।
ম্যাচে রিশাদকে আক্রমণে আনা হয় সপ্তম ওভারে, যখন কোয়েটা আগেই হারিয়ে বসেছে ৪ উইকেট, তুলেছে ৬২ রান। প্রথম ওভারে ৭ রান দিলেও পরের ওভারেই ম্যাচ ঘুরিয়ে দেন রিশাদ। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার রাইলি রুশো তাকে ছক্কা মারার পরের বলেই এক দুর্দান্ত গুগলিতে বোল্ড করে দেন। ১৯ বলে ৪৪ রান করা রুশোর বিদায়ই কোয়েটার ব্যাটিং ধসের সূচনা।
রিশাদ নিজের চতুর্থ ও দলের ১৩তম ওভারে আরও জ্বলে ওঠেন। ওভারের প্রথম বলেই অভিজ্ঞ মোহাম্মদ আমিরকে বোল্ড করেন দুর্দান্ত এক লেগ ব্রেকে। এরপর চতুর্থ বলে আবরার আহমেদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে ক্যাচে পরিণত করেন।
- রিশাদের বোলিং ফিগার: ৪-০-৩১-৩
- কোয়েটার ইনিংস: ১৬.২ ওভারে ১৪০ অলআউট
- পেশোয়ারের জয়: ৭৯ রানে
ম্যাচ শেষে প্রশংসায় ভাসছেন রিশাদ। দলের পরের ম্যাচ মঙ্গলবার করাচিতে, প্রতিপক্ষ করাচি কিংস।
এই পারফরম্যান্স রিশাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য যেমন ইতিবাচক বার্তা, তেমনি বাংলাদেশের স্পিন আক্রমণে একজন নতুন, কার্যকর লেগ স্পিনারের সম্ভাবনা উজ্জ্বল করল।
অভিনন্দন রিশাদ! সামনে আরও বড় মঞ্চে দেখা হোক।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :