AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৯ এএম, ১৪ এপ্রিল, ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮ বল বাকি থাকতেই ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগ্রেসরা। ম্যাচের নায়িকা ছিলেন রিতু মনি, যিনি ক্যারিয়ারসেরা ৬৭ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে এনে দেন এক দুর্দান্ত জয়।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রান তোলে আইরিশরা। ওপেনিংয়ে ব্যর্থতা কাটিয়ে গ্যাবি লুইস ও এমি হান্টার দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি। এরপর লোয়ার মিডল অর্ডারে লরা ডেলানির ৬৩ ও প্রেন্ডারগাস্টের ৪১ রানের ইনিংস দলকে এনে দেয় লড়াকু সংগ্রহ। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৩টি এবং ফাহিমা ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। প্রথম ওভারেই ফিরে যান ফারজানা হক। দ্রুত ফিরে যান তরুণ ওপেনার ইশমাও। তবে নিগার সুলতানা ও শারমিন আক্তারের প্রতিরোধ কিছুটা আশা জাগালেও মিডল অর্ডারে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অধিনায়ক নিগার লড়াই করে তুলে নেন হাফ সেঞ্চুরি, কিন্তু তিনিও আউট হয়ে গেলে ম্যাচ প্রায় বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়।

ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে রিতু মনির। প্রথমে ফাহিমা খাতুন, পরে সুমনা ও শেষদিকে নাহিদা আক্তারের সঙ্গে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৬১ বলে ৬ চার ও একটি ছক্কায় রিতুর ৬৭ রানের ইনিংস ছিল এই জয়ের মূল ভিত্তি।

শেষ ৯ ওভারে যখন দরকার ছিল ৫১ রান, তখন হাতে ছিল মাত্র ৩ উইকেট। সেখানে রিতুর দৃঢ়তা, মাটিতে পা রাখা ইনিংস এবং সঠিক সময়ে নেওয়া বড় শটই বদলে দেয় ম্যাচের মোড়। শেষদিকে নাহিদার সঙ্গে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে টাইগ্রেসরা ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

এই জয় শুধু একটি ম্যাচ জয়ের চেয়ে অনেক বেশি কিছু। এটি দেখিয়ে দিয়েছে, চাপের মুখে দাঁতে দাঁত চেপে লড়াই করতে জানে বাংলাদেশ নারী দল। আর রিতু মনির ইনিংস হয়ে থাকল এই আসরের এক অনন্য স্মৃতি।

 


একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!