২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর প্রাক্কালে তৈরি হয়েছে বড় এক অনিশ্চয়তা—টিভিতে সম্প্রচার হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সম্প্রচার প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি, যা অনেকটা অপ্রত্যাশিত।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো সম্প্রচার করেছে টি স্পোর্টস ও জিটিভি, মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, আর এখন পর্যন্ত নতুন কোনো কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি হয়নি।
এমন অবস্থায় বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, বিকল্প হিসেবে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে খেলা সম্প্রচারের চিন্তা করা হচ্ছে।
প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :