AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসির বড় দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:২২ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫
আইসিসির বড় দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। তিনি পুনরায় আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। একই সঙ্গে তার সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণও এই কমিটির সদস্য হিসেবে জায়গা পেয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

২০২১ সালে প্রথমবার এই পদে আসীন হয়েছিলেন ‍‍`প্রিন্স অফ কলকাতা‍‍` খ্যাত গাঙ্গুলি। তিনি তার সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হন। কুম্বলে তিন বছর দায়িত্ব পালন শেষে ওই পদ থেকে সরে দাঁড়ান।

গাঙ্গুলির সঙ্গে এবার কমিটিতে যুক্ত হয়েছেন আফগানিস্তানের সাবেক পেসার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রট।

অন্যদিকে, নারী ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। তার সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার আভ্রিল ফাহে এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ফোলেটসি মোসেকি।

এই কমিটিগুলোর মূল দায়িত্ব বিশ্ব ক্রিকেটে নিয়মনীতি ও প্রযুক্তিগত উন্নয়নে পরামর্শ দেওয়া। বিশেষ করে ডিআরএস ব্যবস্থার উন্নয়ন, বোলিং অ্যাকশন যাচাই এবং ন্যায্য খেলার পরিবেশ নিশ্চিত করায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!