AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ সফরে আসছে ভারত, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৬ পিএম, ১৫ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ সফরে আসছে ভারত, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির

আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের সময়সূচি আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট।

এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আর এই সিরিজটি বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও ম্যাচ শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।
 

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ

তারিখম্যাচভেন্যু
১৭ আগস্ট১ম ওয়ানডেমিরপুর
২০ আগস্ট২য় ওয়ানডে মিরপুর
২৩ আগস্ট৩য় ওয়ানডেচট্টগ্রাম

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচভেন্যু
২৬ আগস্ট১ম টি-টোয়েন্টিচট্টগ্রাম
২৯ আগস্ট২য় টি-টোয়েন্টিমিরপুর
৩১ আগস্ট৩য় টি-টোয়েন্টিমিরপুর

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Shwapno
Link copied!