নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়ে মূল পর্বের আরও কাছে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
প্রথমে ব্যাট করে অধিনায়ক জ্যোতির ৮৩ রানের ঝোড়ো ইনিংস এবং শারমিন-ফারজানার জোড়া ফিফটির ওপর ভর করে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ২৭৬ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ১১০ রানে ৭ উইকেট হারালেও, অষ্টম উইকেটে স্কটল্যান্ড গড়ে তোলে রেকর্ড ১১৫ রানের জুটি। তবে তা যথেষ্ট হয়নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তারা থামে ২৪২ রানে।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৪ উইকেট নিয়ে ছিলেন বোলিং নায়িকা। সুমনা নেন ২টি এবং মারুফা ও রাবেয়া একটি করে উইকেট নেন।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে, যদিও পাকিস্তানেরও পয়েন্ট সমান। তবে নেট রানরেটে এগিয়ে আছে লাল-সবুজের দল।
আগামী বৃহস্পতিবার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই নিশ্চিত হবে ভারতে সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া নারী বিশ্বকাপের টিকিট।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও, শনিবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। এমনকি শেষ দুই ম্যাচেই হেরে গেলেও নেট রানরেটে এগিয়ে থেকে মূল পর্বে জায়গা পেতে পারে নিগাররা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :