AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, ভেন্যুর নাম ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০১ পিএম, ১৬ এপ্রিল, ২০২৫
১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, ভেন্যুর নাম ঘোষণা

দীর্ঘ ১২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। এবার আয়োজক কমিটি এলএ২৮ ঘোষণা করল ক্রিকেট ইভেন্টের নির্দিষ্ট ভেন্যুর নাম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরেই অনুষ্ঠিত হবে অলিম্পিকের ক্রিকেট ইভেন্ট।

পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী স্টেডিয়াম:
এলএ২৮ আয়োজক কমিটি জানিয়েছে, “ক্রিকেট বিশ্বজুড়ে জনপ্রিয় একটি খেলা, যা এবার অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।”
এর আগে নিউইয়র্কে ক্রিকেট আয়োজনের পরিকল্পনা থাকলেও, নানা যাচাই-বাছাই শেষে পোমোনা চূড়ান্ত করা হয়।

আইসিসির প্রতিক্রিয়া:
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “ক্রিকেট আবার অলিম্পিকে ফিরে আসাটা দারুণ ইতিবাচক। এটি নতুন দর্শক তৈরি করবে এবং বিশ্বে ক্রিকেটের পরিধি আরও বাড়াবে। আইসিসি অলিম্পিক কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ক্রিকেট ইভেন্ট সফলভাবে আয়োজনের জন্য।”

পুরুষ ও নারী দুই বিভাগেই ৬টি করে দল:
২০২৮ অলিম্পিকে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি ফরম্যাটে অংশ নেবে ৬টি করে দেশ। প্রতিটি দলে থাকবে সর্বোচ্চ ১৫ জন সদস্য। এই ইভেন্টে অংশ নিতে যেসব দেশগুলোর নাম উঠে আসছে সেগুলোর মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র।

ক্রিকেটের অলিম্পিক ইতিহাস:
ক্রিকেট অলিম্পিকে প্রথম এবং শেষবার অন্তর্ভুক্ত হয়েছিল ১৯০০ সালে প্যারিসে। সে সময় ফাইনালে গ্রেট ব্রিটেন স্বর্ণপদক এবং ফ্রান্স রৌপ্যপদক অর্জন করে। এরপর আর কখনও অলিম্পিকে ক্রিকেট দেখা যায়নি। ১৯৯৮ সালে অ্যাথেন্স অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত থাকলেও পর্যাপ্ত দল না থাকায় সেই ইভেন্ট মাঠে গড়ায়নি।

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পেছনের গল্প:
আইসিসি দীর্ঘদিন ধরে ক্রিকেটকে অলিম্পিকে ফিরিয়ে আনার জন্য কাজ করে আসছিল। ২০২৪ অলিম্পিকে খেলাটির অন্তর্ভুক্তি চাইলেও তা সম্ভব হয়নি। তবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অবশেষে ক্রিকেটের প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে।

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!