ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর রোববার ফের মাঠে ফিরে ছিলেন নেইমার, কিন্তু পুরোনো উরুর মাংসপেশির চোট তাকে আবারও ভুগিয়েছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও ইনজুরিতে পড়েন তিনি, যা মানতে না পেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন নেইমার। এই ম্যাচে অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি, এবং মাত্র ২৭ মিনিটেই দুটি গোল করেও দলের হয়ে বসে যান। এরপরই বিপত্তি ঘটে, প্রথমে বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেন, তারপর মাটিতে বসে যান। অবশেষে কার্টে করে মাঠ ছাড়তে বাধ্য হন।
নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়ার শক্তি ছিল না নেইমারের। মাঠ ছাড়ার সময় সান্তোস ও প্রতিপক্ষ আতলেতিকো মিনেইরোর খেলোয়াড়রা তাকে সান্ত্বনা দেন। পুরোনো ইনজুরি ফিরে আসার ধাক্কা হয়ত মেনে নিতে পারেননি তিনি, আর সেই কারণেই কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন।
এখনও জানা যায়নি, এই ইনজুরির কারণে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন। এর আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। এই বাঁ উরুর চোটের কারণেই গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারেননি। এরপর রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
২০১৬-১৭ মৌসুমের পর থেকে তিনি কখনোই এক মৌসুমে ৩৫ ম্যাচ খেলার সুযোগ পাননি, এবং ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে আছেন। তাই, এই পরিস্থিতিতে আবেগে ভেঙে পড়া একেবারে স্বাভাবিক।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :