চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে নতুন লড়াইয়ে আজ থেকে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না। তবে সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে। এখানে যে দলটা এসেছে তারা বয়সে তরুণ যাদের কয়েকজনের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। এখানে আসার আগে অনেক প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি দারুণ একটা সিরিজই হবে।’
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রাইয়ান বেন্নেট, নিকোলাস ওয়েখ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, ব্লেজিং মুজারাবানি ও ভিক্টর নিআওচি।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :