AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ১৯১ রানেই অলআউট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০৬ পিএম, ২০ এপ্রিল, ২০২৫
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ১৯১ রানেই অলআউট

সিলেট টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ দল। নিজেদের ঘরের মাঠও যেন দিন দিন অচেনা হয়ে উঠছে টাইগারদের জন্য। জিম্বাবুয়ের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে একের পর এক উইকেট হারিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল থেমে যায় এই অল্প রানে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। তবে ব্যাটাররা সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি।

লাল বলের ক্রিকেট দুই দলের সর্বশেষ দেখা হয়েছে ২০২১ সালে। জিম্বাবুয়ের মাটিতে সেই টেস্ট সিরিজে বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সেই টেস্টটি হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেটি ছিল আবার সিলেট ভেন্যুর প্রথম টেস্ট।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াউচি।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

Shwapno
Link copied!