সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের আশায় থাকলেও চতুর্থ দিনে হতাশ করল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫৫ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসের লিড মিলিয়ে জিম্বাবুয়ের সামনে এখন জয়ের জন্য লক্ষ্য মাত্র ১৭৪ রান।
সিলেট টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির কারণে খেলা শুরু হয় এক ঘণ্টা দেরিতে। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯৪ রান। ক্রিজে জমে গিয়েছিলেন দুই সেট ব্যাটসম্যান—জাকের আলী ও নাজমুল হোসেন শান্ত।
তবে দিনের শুরুতেই জিম্বাবুয়ের পেস আক্রমণের মুখে ধসে পড়ে টাইগারদের ইনিংস। মাত্র ৬১ রান যোগ করতেই হারায় বাকি ছয়টি উইকেট। দিনের দ্বিতীয় বলেই শান্ত ফেরেন ৬০ রান করে। এরপর হাসান মাহমুদ ও জাকের আলী একটি ক্ষণিক জুটি গড়লেও তা জিম্বাবুয়ের বোলারদের জন্য তেমন হুমকি হয়ে দাঁড়ায়নি। হাসান ফেরেন ৫৮ বল খেলে ১২ রান করে।
তার আগে মাত্র ৮ বলের ব্যবধানে ফিরেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। হাসান মাহমুদের বিদায়ের পর পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান খালেদ আহমেদ।
অন্যদিকে লড়াই চালিয়ে যান জাকের আলী, তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। দুর্দান্ত ফর্মে থাকা ব্লেসিং মুজারাবানির বলে ৫৮ রানে আউট হন এই ডানহাতি ব্যাটার।
জাকেরের উইকেটটি ছিল মুজারাবানির ষষ্ঠ শিকার, আর এতেই তিনি ক্যারিয়ার সেরা বোলিং ফিগার—৭২ রানে ৬ উইকেট—হাসিল করেন। একই সঙ্গে জিম্বাবুয়ের ইতিহাসে দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ডে যৌথভাবে নাম লেখান তিনি।
অন্যদিকে ওয়েলিংটন মাসাকাদজা পেয়েছেন ২টি উইকেট, আর নিয়াউচি ও নারাভা নিয়েছেন একটি করে উইকেট।
একুশে সংবাদ///এ.জে
আপনার মতামত লিখুন :