AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫২ পিএম, ২৩ এপ্রিল, ২০২৫

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়কারী মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

বুধবার (২৩ এপ্রিল) সকালে টেস্টের চতুর্থ দিনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি জানিয়েছে, “সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরীর অকাল মৃত্যুতে বোর্ড গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।”

জানা যায়, ২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে তিনি সিলেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!