নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাওহীদ হৃদয়ের পূর্বের শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছিল। এরপর শনিবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নামেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে মাঠে নামার পরই আবারও শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটসম্যান।
আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে আরও ১টি ডিমেরিট পয়েন্ট। এতে তার মোট ডিমেরিট পয়েন্ট সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হলে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয় খেলোয়াড়দের। ফলে ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না হৃদয়।
শনিবারের ম্যাচে মোহামেডানের হয়ে ব্যাটিং করতে নেমে হৃদয় ৫৪ বলে ৩৭ রান করেন। কিন্তু ক্যাচ দিয়ে আউট হওয়ার পর তিনি ক্রিজে দাঁড়িয়ে আম্পায়ারের দিকে হাত ইশারা করে অসন্তোষ প্রকাশ করেন। এতে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান দেখানোর অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এর ফলে শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান হারাচ্ছে তাদের অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যানকে। আগের দিন তার শাস্তি স্থগিতের সিদ্ধান্তের পরদিনই আবার নতুন করে শাস্তির কবলে পড়লেন ২৪ বছর বয়সী এই জাতীয় দলের ক্রিকেটার।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :