AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৩৩ পিএম, ২৭ এপ্রিল, ২০২৫

জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বিভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। হৃদয়ের নিষেধাজ্ঞা এবং বিসিবির সভাপতি ফারুক আহমেদকে নিয়ে সমালোচনা ক্রিকেট পাড়ায় তীব্র হয়ে উঠেছে। এর মধ্যে বিসিবি জরুরি বোর্ড সভা ডেকেছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় অনলাইনে (জুম) মিটিংয়ে বসবেন বিসিবির পরিচালকরা, এবং সভায় উপস্থিত থাকার কথা রয়েছে সকল পরিচালকদের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

এর আগে, তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে গত শুক্রবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে জানানো হয় যে হৃদয়ের নিষেধাজ্ঞা আগামী বছর থেকে শুরু হবে, যা নিয়ে সমালোচনা চলছে।

এছাড়া, বিসিবির স্থায়ী আমানত (এফডিআর) স্থানান্তর নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে। বিশেষত, ফারুক আহমেদের বিরুদ্ধে একক সিদ্ধান্তে ১২০ কোটি টাকা সরানোর অভিযোগ উঠেছে। বিসিবির পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই এই টাকা সরানো হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে বিসিবি এসব অভিযোগ অস্বীকার করেছে, যদিও এসব বিষয়ে এখনো আলোচনা চলছে।

আজকের সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। এর পাশাপাশি, ডিপিএল এবং বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!