চট্টগ্রামে সিরিজ হার এড়াতে বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। টস জিতে সফরকারী জিম্বাবুয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই টেস্টে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।
চট্টগ্রাম টেস্টে অভিষেক হতে যাচ্ছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। তিনি সকালেই মাঠে এসে রানআপের দূরত্ব মেপে এবং গা গরম করে কিছুক্ষণ বোলিং করেছেন। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় শুরু হবে।
বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ সিরিজের প্রথম ম্যাচে বিপর্যয়ের পর দ্বিতীয় টেস্টেও হারলে তারা ২১ বছর পর জিম্বাবুয়ের কাছে সিরিজ হারবে। তাই সিরিজ বাঁচাতে দলের সবাই আশায় আছে। নাজমুল হোসেন শান্তদের জন্য এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, তাদের পক্ষে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচানোর সুযোগ রয়েছে।
এদিকে, সিলেট টেস্টে বৃষ্টির কারণে বেশ কিছু সমস্যা হয়েছিল, তবে চট্টগ্রামে এখন পর্যন্ত আবহাওয়া ভালো। সকাল থেকেই ঝলমলে রোদ দেখা যাচ্ছে এবং সামনের দিনগুলোতেও বৃষ্টির কোনো শঙ্কা নেই।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :