চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাদমান ইসলাম। টেস্টে দীর্ঘদিন পর ওপেনিংয়ে শতরানের জুটি গড়ে দিয়েছেন এনামুল হক বিজয়ের সঙ্গে। ব্যক্তিগত সেঞ্চুরিও তুলে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ দিন শুরু করে শক্ত ভিত গড়ে। ৪৮.৩ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৮০ রান। সাদমান ১১৪* রানে ব্যাট করছেন, মমিনুল হক রয়েছেন ২৫* রানে। ওপেনার এনামুল হক বিজয় ৩৯ রানে আউট হন।
এর আগে টস জিতে ব্যাট করে প্রথম দুই সেশনে জিম্বাবুয়ে দেখায় প্রতিরোধ। ওপেনার বেন কুরান ও ব্রায়ান বেনেট ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। শন উইলিয়ামস ও নিকোলাস ওয়েলচ কিছুটা স্থিতি আনলেও পরে টাইগারদের ঘুরে দাঁড়ানো শুরু হয়।
তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে একপ্রকার ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। ইনিংসের শেষ বলে ওয়েলচকে আউট করে ফাইফার পূর্ণ করেন তাইজুল। জিম্বাবুয়ে থামে ৯ উইকেটে ২২৭ রানে। একজন ব্যাটার ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি।
তাইজুল নেন ৬ উইকেট, নাইম হাসান ২টি এবং অভিষিক্ত তানজিম সাকিব তুলে নেন ১টি উইকেট।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :