একই টেস্টে সেঞ্চুরি এবং ৫ উইকেট—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই কীর্তি গড়েছেন মাত্র দুজন। এবার তৃতীয়জন হিসেবে সেই তালিকায় যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ।
চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ব্যাটে-বলে ঝলসে ওঠেন এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর, জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট শিকার করেন মিরাজ।
এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট – মাত্র তিন টাইগার
এই অর্জনের মধ্য দিয়ে মিরাজ যোগ দিলেন সাকিব আল হাসান ও সোহাগ গাজী`র অভিজাত তালিকায়।
সাকিব আল হাসান এই কীর্তি গড়েছিলেন ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
সোহাগ গাজী ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন।
এবার তাদের পাশে নাম লেখালেন মিরাজ।
এর আগে সিলেট টেস্টে ১০ উইকেট শিকার করেও দলের পরাজয় রুখতে পারেননি মিরাজ। সেই ম্যাচে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। তবে চট্টগ্রামে তিনি পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবেই নিজেকে প্রমাণ করলেন।
তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ১০০ রানের আগেই ৮ উইকেট হারায়। ইনিংস ব্যবধানে জয় এখন টাইগারদের একরকম সময়ের অপেক্ষা মাত্র। আর এই জয়ের পথে বড় অবদান মেহেদী হাসান মিরাজের ব্যাট-বলেই।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :