AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ, আটকা ৪৫০ পর্যটক


Ekushey Sangbad
সেন্টমার্টিন প্রতিনিধি, কক্সবাজার
০৬:০৬ পিএম, ১৭ নভেম্বর, ২০২৩
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ, আটকা ৪৫০ পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আবহাওয়া অফিস ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। ফলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় ৪৫০ পর্যটক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

 

তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে আবহাওয়া প্রতিকূল অবস্থায় রয়েছে এবং সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। তখন সেখানে থাকা পর্যটকরা ফিরে আসতে পারবেন।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন থেকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এতে সেন্টমার্টিনে ৪৫০ পর্যটক আটকা পড়েছেন। আশা করছি আবহাওয়া অনুকূলে চলে আসবে। তখন পর্যটকরা ফিরে যেতে পারবেন।

 

একুশে সংবাদ/রা.বিডি/না.স

Link copied!