AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩২


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
১১:২৯ এএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
বান্দরবানে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩২

বান্দরবানের রেইচা এলাকায় পিকনিকের একটি বাস উল্টে চার শিশুসহ ৩২ জন পর্যটক আহত হয়েছেন।

 

এদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বান্দরবান-কেরানীহাট সড়কের রেইচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন - জিয়াবুল নাহার (৪৫), উম্মে হানি (২৮), মৌসুমী আক্তার (২৮), আরোফা বেগম (৫০), মো. মুন্না (২৬), তাজিন (৫), নকি (৩), আরোয়া (৫), আবিরা (৪), ওমর ফারুক (২৯), তাহেরা (৫২), জান্নাতুল ফেরদৌস (৪০), মো. মঈনুদ্দিন (৩৬), তাসলিমা আক্তারসহ (৩৮) মোট ৩২জন। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

তারা সবাই চট্টগ্রাম আগ্রাবাদ ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।

সূত্র জানায়, চট্টগ্রামের আগ্রাবাদ ব্যাপারী পাড়া থেকে ৫৫ জনের একটি দল সকালে বান্দরবান ভ্রমণে আসে। বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণের পরে সন্ধ্যায় তারা বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় বান্দরবান-কেরানীহাট সড়কের রেইচা এলাকায় পাহাড়ের ঢালু সড়ক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।  

এসময় বাসে থাকা নারী-পুরুষ, শিশুসহ ৩২ জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডা. দিদারুল আলম জানান, পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান সদর হাসপাতালে আহতদের দেখতে যান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন, পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম। আহতদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তারা।

Link copied!