AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার দিনের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ঢল


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
০৫:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
চার দিনের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ঢল

সারা বছর পর্যটক সমাগম থাকলেও সরকারি ছুটির দিনগুলোতে ভিড় বাড়ে কয়েকগুণ। বুধবার বড়দিনের ছুটির সঙ্গে বৃহস্পতিবার একদিনের ছুটি নিয়ে টানা ৪ দিনের ছুটি কাটাতে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক ভ্যালিতে ভিড় করছেন পর্যটকরা। পর্যটকে মুখরিত হয়েছে আলুটিলা, রিছাং ঝরনা, জেলা পরিষদ পার্কসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো।

এতে ভিড় বেড়েছে আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, রিছাং ঝরনাসহ বিভিন্ন দর্শনীয় স্থান। বুধবার সকাল থেকে পর্যটকে মুখর পর্যটন কেন্দ্রগুলো। যাতায়াত সুবিধার কারণে খাগড়াছড়ি ভ্রমণ শেষে অধিকাংশ পর্যটক যাচ্ছেন রাঙামাটির সাজেকে। সাজেকের রুইলুই ও কংলাক পাড়ার অধিকাংশ রিসোর্ট কটেজ বুকিং হয়ে গেছে। শীতে পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা।

আলুটিলায় দর্শনার্থীদের ভিড়
পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটক সমাগম বাড়লে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি অতীতের ক্ষতি পুষিয়ে উঠবেন বলে মনে করেন তারা।


আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা বলেন, ‘সকাল থেকে পর্যটকদের ভিড় দেখছি। আজকে সারাদিনে দুই থেকে আড়াই হাজার পর্যটক ভ্রমণ করতে পারেন। শনিবার পর্যন্ত পর্যটকদের এমন ভিড় থাকবে।’

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন
টানা চার দিনের ছুটিতে খাগড়াছড়ি ও সাজেকে অন্তত ১৫ হাজার পর্যটক ভ্রমণ করবেন বলে আশা ব্যবসায়ীদের।


খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইনচার্জ উত্তম কুমার মজুমদার বলেন, ‘পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমরা ভালো বুকিংও পাচ্ছি। ডিসেম্বর মাসজুড়ে পর্যটকদের এমন ভিড় থাকবে।’

 

একুশে সংবাদ//ই.পে//র.ন

Link copied!