AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভ্রমণের নতুন পরিভাষা ‘আইল লাইস’ কী, জানেন?


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
০৭:২৯ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
ভ্রমণের নতুন পরিভাষা ‘আইল লাইস’ কী, জানেন?

সময় বদলে যাওয়ার পাশাপাশি বদলে গিয়েছে ভ্রমণের সংজ্ঞাও। বদলে যাওয়া ভ্রমণের সংজ্ঞার ধরনের সঙ্গে যোগ হচ্ছে নতুন নতুন পরিভাষাও। আগে বাক্সপ্যাঁটরা গুছিয়ে তীর্থে যাওয়া বাঙালি এখন পাক্কা সাহেবি কায়দায় দেশ-বিদেশ ঘুরতে বেরিয়ে পড়ে। বেড়ানো মানে এখন আর শুধু প্রকৃতি উপভোগ বা তীর্থস্থানে গিয়ে পুণ্য সঞ্চয় নয়, বরং তার চেয়ে বেশি কিছু।

কোথাও বেড়ানোর সঙ্গে জুড়েছে সুস্থ থাকার ভাবনা, যাকে বলা হচ্ছে ‘ওয়েলনেস ট্র্যাভেল’, কোথাও আবার বেড়ানো মানে হচ্ছে কিছুই না করা। অন্য কোনও জায়গায় গিয়ে ঘুমোনো বা আরাম করা, যা পরিচিত হয়েছে ‘হার্কল-ডার্কলিং’ নামে। 

ভ্রমণের তালিকায় নতুন শব্দ সংযোজন ‘আইল লাইস’। নিয়মিত বিমানে চড়েন, তারা হয়তো এমন শব্দ শুনে থাকবেন। ভ্রমণের নতুন পরিভাষা ‘আইল লাইস’ কী, জানেন? কারা রয়েছেন সেই তালিকায়?

‘আইল লাইস’ কী?

তার আগে বরং ভেবে দেখুন, বিমান থেকে নামার সময় কোনও যাত্রীর গুঁতো খেয়েছেন কি না। অথবা নামার সময় তাড়াহুড়ো করা নিয়ে বচসায় জড়িয়েছেন কি না। বিমানে একদল যাত্রী থাকেন, যাদের সব সময়ই তাড়া থাকে। বিমানের চাকা সবেমাত্র মাটি ছুয়েছে কি ছোয়নি, কেউ কেউ বের হওয়ার জন্য জন্য ব্যস্ত হয়ে পড়েন। দেখে এমন মনে হয় যেন প্রথমে বের না হতে পারলে বিমান তাকে নিয়ে চলেই যাবে। 

‘আইল লাইস’ কাদের বলা হয়?

দু’টি সারির মধ্যের স্থানকে ‘আইল’ বলা হয়।‘লাইস’ হল পরজীবী উকুন। বিমানে সব সময় তাড়ায় থাকেন যে যাত্রীরা, কোনও নিয়ম-কানুন মানেন না, তাঁদেরকে ‘আইল লাইস’ বলা হচ্ছে।

‘গেট লাইস’ কী?

বিমানে ওঠার আগে বোর্ডিং গেটের সামনে অহেতুক ভিড় করা যাত্রীদের এমন নামকরণ করা হয়েছে। এই ধরনের যাত্রীদের সঙ্গে প্রায়ই অন্য বিমানযাত্রীদের ঝামেলা বাধে। তা থেকেই চর্চা এবং নামকরণ। সমাজমাধ্যমের বিভিন্ন পোস্টে এই ধরনের যাত্রীদের নিয়ে বিরক্তির কথা তুলে ধরেছেন অন্যেরা। কেউ বলছেন, জানালার ধারে আসন পাওয়া সহযাত্রী বের হওয়ার জন্য অযথা তাড়াহুড়ো করলে সেটা খুবই বিরক্তিকর। কারও বক্তব্য, ‘আইল লাইস’রা প্রায়শই যন্ত্রণার কারণ হয়ে ওঠেন।

বিমানে ওঠানামার সময় কোন নিয়ম মেনে চলা দরকার?

বিমানে ওঠানামার নিয়মকানুন রয়েছে। সেই নিয়ম মানলে সহযাত্রীর রোষের মুখে পড়তে হবে না। বিষয়টি সহজ। বিমানের দরজার সামনে যে আসন রয়েছে, সেই যাত্রীদের আগে বের হতে দিন। খুব প্রয়োজন বা অতিরিক্ত তাড়া না থাকলে ধৈর্য ধরে একটু অপেক্ষা করলেই সকলের নামা সহজ হবে। বোর্ডিং পাস নিয়ে গেটে অপেক্ষার সময়েও মানতে হবে একই নিয়ম। তা হলে আর ‘আইল লাইস’, ‘গেট লাইস’-এর দলে পড়তে হবে না।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!