বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত নিরাপত্তা পরীক্ষার জন্য অনেক সময় ব্যয় হতে পারে। তবে কিছু সহজ কৌশল জানলে এই প্রক্রিয়া আরও দ্রুত এবং ঝামেলা বিহীনভাবে করা সম্ভব।
আসুন জেনে নিই সেই কৌশলগুলো:
১. গোছগাছ: বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে থাকা তরল জিনিস ও ধারাল বস্তুগুলোর জন্য সতর্ক থাকুন। ১০০ মিলিলিটারের বেশি তরল বা প্রসাধনী নেয়া যাবে না এবং ধারাল বস্তুগুলো ব্যাগে না রাখাই ভালো।
২. পোশাক ও জুতো: সিকিউরিটি চেকের সময় গয়না বা বাধানো জুতো পরলে ঝামেলা হতে পারে। সহজে খুলে পরা জুতো ও বেল্ট পরলে সুবিধা হবে।
৩. নথিপত্র: বোর্ডিং পাস এবং পাসপোর্ট হাতের কাছে রাখলে দ্রুত চেক-ইন করতে পারবেন।
৪. সিকিওরিটি ফাস্টট্র্যাক: অতিরিক্ত টাকা দিয়ে সিকিউরিটি ফাস্টট্র্যাক পাস সংগ্রহ করলে লম্বা লাইনের ঝামেলা এড়ানো যায়।
৫. মৌসুম ও ভিড়: ভিড় এড়াতে শীর্ষ পর্যায়ের মৌসুম বা উৎসবের সময় বিমানের টিকিট সংক্রান্ত সমস্যা হতে পারে। ভিড় কম থাকে ঐ সময়ে বিমান নেয়ার চেষ্টা করুন।
৬. টিকিট: বিজনেস ক্লাস বা প্রিমিয়াম টিকিট থাকলে নিরাপত্তা চেক দ্রুত করতে পারেন এবং অতিরিক্ত সময় লাগলে বিমান সংস্থার কর্মীদের সাহায্য নিতে পারেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :