AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একলা ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন!


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
০৬:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
একলা ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন!

ভ্রমণ মানেই আনন্দ আর সেই ভ্রমণের কথা শুনলে মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আচ্ছা ভাবুনতো সেই ভ্রমণের আনন্দ যদি একলা উপভোগ করা যায় তাহলে কেমন হয়?  

একলা ভ্রমণের আনন্দই আলাদা! নিজের ইচ্ছেমতো ঘোরা, নতুন অভিজ্ঞতা অর্জন—সবই বেশ উপভোগ্য হতে পারে। তবে কিছু ছোটখাটো ভুল আপনার সফরের আনন্দ মাটি করে দিতে পারে। তাই প্রথমবার একা ভ্রমণের আগে জেনে নিন, কোন ভুলগুলো এড়িয়ে চলা জরুরি।

১.গুরুত্বপূর্ণ জিনিসপত্র সবসময় সঙ্গে রাখুন

টাকা-পয়সা, মোবাইল, পরিচয়পত্র—এই তিনটি জিনিস কখনোই কাছছাড়া করবেন না। এগুলো হারিয়ে গেলে শুধু ঘুরতে সমস্যা হবে না, ফিরে আসাটাও কঠিন হয়ে পড়বে। তাই বড় ব্যাগের পাশাপাশি একটি ছোট ব্যাগ সঙ্গে রাখুন, যাতে এগুলো সবসময় হাতের নাগালে থাকে।

২. অতিরিক্ত লাগেজ নিলে ঝামেলায় পড়তে পারেন

একলা ঘুরতে গেলে ভারী ব্যাগের ঝামেলা না করাই ভালো। যা সহজে বহন করতে পারবেন, শুধু সেই জিনিসগুলোই নিন। ট্রলি বা ব্যাগে অতিরিক্ত জিনিস ভরে নিলে ব্যাগের চেন নষ্ট হয়ে যেতে পারে, ট্রলির চাকা খুলে যেতে পারে, বা ব্যাগের ফিতে ছিঁড়ে যেতে পারে। আর এক জায়গা থেকে অন্য জায়গায় ভারী ব্যাগ নিয়ে ঘোরা সবসময়ই কষ্টকর।

৩. সময়ের ব্যাপারে সতর্ক থাকুন

ট্রিপের পরিকল্পনা করার সময় হাতে পর্যাপ্ত সময় রাখুন। যানজট, আবহাওয়া বা অন্য কোনো কারণে দেরি হয়ে যেতে পারে। বিশেষ করে ট্রেন বা বাস ধরার তাড়া থাকলে, আগেভাগেই বের হন। সবকিছু খুব টাইট শিডিউলে রাখলে যেকোনো সমস্যায় পড়তে পারেন।

৪. বিকল্প পরিকল্পনা ভেবে রাখুন

একটা জায়গায় গিয়ে থাকার ব্যবস্থা না পেলে কী করবেন? গণপরিবহন না পেলে বিকল্প কী? এগুলো আগেই ঠিক করে রাখুন। কাছের অন্য কোথাও থাকা যাবে কিনা, জরুরি প্রয়োজনে ট্রান্সপোর্টের খরচ কেমন হতে পারে—এসব বিষয় আগে থেকে জেনে রাখলে বিপদে পড়বেন না।

৫. সামাজিক মাধ্যমে বেশি তথ্য শেয়ার করবেন না

ভ্রমণের প্রতিটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যেতে পারে। আবার, কাউকে না জানিয়ে বেরিয়ে যাওয়াও ভুল হবে। কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন—এই তথ্য কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তিকে জানিয়ে রাখুন। তাহলে জরুরি পরিস্থিতিতে কেউ আপনাকে খুঁজে বের করতে পারবে।

সতর্ক থাকুন, উপভোগ করুন!

একলা ভ্রমণ হতে পারে দারুণ এক অভিজ্ঞতা, যদি আপনি একটু পরিকল্পনা করে চলেন। নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়গুলো মাথায় রেখে এগুলোর দিকে খেয়াল রাখলে নিশ্চিন্তে, নির্ভয়ে আপনার ট্রিপ উপভোগ করতে পারবেন!

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!